জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ বদল, নয়া রুটিন
ত্রিপুরা, ২১ জানুয়ারি : জয়েন্ট পরীক্ষার সূচী বদল করা হল। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন 2023 পরীক্ষার সূচীর পরিবর্তন করেছে ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA)। আর সেই নতুন সূচী অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে JEE মেইন 2023। যেখানে পুরনো রুটিনে চলতি বছরের জয়েন্ট পরীক্ষা আগামী 31 জানুয়ারি শেষ হয়ে যাওয়ার জন্য নির্ধারিত করা হয়েছিল। নতুন পরীক্ষাসূচীতে দেখা গিয়েছে যে JEE মেইন 2023-এর আগামী 27 ফেব্রুয়ারি কোনও পরীক্ষা নেই এবং 28 ফেব্রুয়ারি শুধু একটি মাত্র শিফট অর্থাৎ শিফট 2-এর পরীক্ষা হবে। সেক্ষেত্রে 28 ফেব্রুয়ারি পেপার 2 অর্থাৎ BArch/BPlanning-এর পরীক্ষা নেওয়া হবে।
তাহলে JEE মেইন 2023 সেশন 1-এর নতুন সূচী:
সকাল এবং বিকেল শিফটের পরীক্ষা: 24, 25, 29, 30, 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি।
শুধু বিকেলের শিফটের পরীক্ষা: 28 জানুয়ারি (পেপার 2, BArch/BPlanning) NTA-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশের 290 টি শহরে এবং ভারতের বাইরে 25 টি শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন 2023 সেশন 1 পরীক্ষা নেবে NTA। NTA সংশ্লিষ্ট প্রবেশিকা পরীক্ষার জন্য ইতিমধ্যে ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’ ইস্যু করেছে। যে সকল প্রার্থী চলতি বছরের JEE মেইন পরীক্ষা দেবেন তারা এবিষয়ে বিশদে জানতে jeemain.nta.nic.in দেখতে পারেন।