টাকার দামে পতন, কমছে লগ্নি, বিদেশি মুদ্রার সঞ্চয়
ত্রিপুরা, ২৪ নভেম্বর : আবার ডলারের তুলনায় টাকার দাম কমলো। টাকার দাম কমায় বুধবার প্রতি ডলারের নিরিখে টাকার দাম হয়েছে ৮১.৮৫ টাকা। চলতি বছরের শুরু থেকেই টাকার দাম কমে চলছে। এদিন ১৮ পয়সা দাম কমেছে। বিদেশি মুদ্রার কারবারিরা জানাচ্ছেন, টাকার দাম কমায় বিদেশি মুদ্রার মজুত বিপুল হারে কমছে। অন্যদিকে, দেশ থেকে বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে।
বিদেশি বিনিয়োগ সংস্থা (এফআইআই) জানাচ্ছে, ৬৯৭ কোটি টাকা বিনিয়োগ তুলে নিয়ে চলে গিয়েছে বিদেশি বিনিয়োগকারী সংস্থা।
টাকার দামে পতন অব্যাহত থাকায় শিল্পে বিনিয়োগের হার কমছে। টাকার তুলনায় ডলারের দাম বেড়ে চলায়। আমদানিতে খরচ বাড়ছে। বিশেষ করে অপরিশোধিত তেল আমদানিতে খরচ বেড়ে চলায় আবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনের বাজারে বিদেশি মুদ্রার রেকর্ড সঞ্চয় দেখিয়ে দেশে মজবুত অর্থনীতির দাবি করতে পারছে না মোদি সরকার। বিশ্বের বাজারে ডলারের তুলনায় টাকা দুর্বল হওয়ায় আর মজবুত অর্থনীতির দাবি করাই সম্ভব..