টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলেন দম্পতি
ত্রিপুরা, ২১ নভেম্বর : সততা মূল্যবোধ, সংস্কার এই শব্দ গুলো এখনো সমাজ থেকে হারিয়ে যায়নি। মাঝেমাঝেই বিভিন্ন সময়ে মানুষের প্রকৃত সততার পরিচয় পাওয়া যায়। এই ধরনের সৎ মানুষ বেঁচে আছে বলেই হয়তো পৃথিবীটা এখনো অনেক সুন্দর এবং বিশ্বাসযোগ্য। অধিকাংশ মানুষের ভেতরে মূল্যবোধ এখনো বেঁচে আছে বলেই ক্লেদাক্ত পরিবেশে নাগরিক সমাজ এখনো এগিয়ে যাচ্ছে। শনিবার এদিকটিরই প্রতিফলন দেখা গেল আগরতলার মঠচৌমুহনী এলাকায়। এদিন এক গৃহবধূ তার স্বামীর সাথে চিকিৎসকের পরামর্শ নিতে এসেছিলেন মঠ চৌমুহনীতে।
চিকিৎসকের কাছে যাওয়ার পথে এক দম্পতি রাস্তায় একটি টাকা ভর্তি গেছে, মানিব্যাগ কুড়িয়ে পান।
কিন্তু এই মানিব্যাগ পেয়ে তারা মানি ব্যাগটি ফিরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। দুজনেই ছুটে আসেন আগরতলা পূর্ব থানায়। পুলিশের কাছে মানিব্যাগটি জমা দিয়েছেন তারা। প্রকৃত মালিকের কাছে যাতে টাকা সহ এই মানিব্যাগ পৌঁছে যায় তারও অনুরোধ করেন তারা আগরতলা পূর্ব থানার পুলিশের কাছে। তাদের সততাকে বাহবা জানিয়ে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে পূর্ব থানার পুলিশ এই..