Feature Newsfleshএই মুহূর্তেভারত

টানা বৃষ্টিতে দিল্লিতে বিপদসীমার ওপরে বইছে যমুনার জল

ত্রিপুরা, ২৯ সেপ্টেম্বর : বন্যার আশঙ্কা দিল্লিতে। ক্রমশ বাড়ছে যমুনা নদীর জলস্তর। ইতোমধ্যেই বিপদসীমা পার করেছে যমুনার জল। এর জেরে নিচু এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, যমুনা নদীর জল বিপদসীমা (২০৫.৩৩ মিটার) পার করেছে। চলতি বছরে এই প্রথম জলস্তর এত উঁচু হল যমুনা নদীর ।

নদীর জল বিপদসীমা পার করতেই তৎপর হয়েছে প্রশাসন

নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব দিল্লির জেলাশাসক অনিল বাঙ্কা। তিনি বলেছেন, “নদী তীরবর্তী নিচু এলাকা থেকে বসবাসকারীদের সরানো হচ্ছে। সরকারি স্কুল ও অস্থায়ী শিবিরে তাদের রাখা হবে।” ওই এলাকায় প্রায় ৩৭ হাজার মানুষের বাস । নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। চলতি বছরে এ নিয়ে দু’বার যমুনার জলস্তর বাড়ল। গত ১২ আগস্ট যমুনা জলস্তর বিপদসীমা পার করেছে। সে বার প্রায় নদী তীরবর্তী নিচু এলাকা থেকে প্রায় সাত হাজার মানুষকে সরানো হয়েছিল। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর থেকে টানা চার দিন বৃষ্টি হয়েছে দিল্লিতে। তার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *