Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

টিএসআর প্রথম ব্যাটালিয়ানের এমটি সেকশনে ব্যাপক দুর্নীতি

ত্রিপুরা, ৭ অক্টোবর : রাজ্যের গর্ব টিএসআর প্রথম ব্যাটালিয়ান অধীনস্থ এমটি সেকশনে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। যার মাস্টারমাইন্ড এমটি সেকশনে দায়িত্বে থাকা নায়েক সুবেদার রঞ্জিত দেবনাথ। তার সহায়ক হিসেবে মোটর গাড়ি মেকানিক পদের হাবিলদার সুদীপ্ত দাস সাধারণ কর্মী হেমন্ত দাস। টিএসআরের দুর্নীতির প্রধান আখড়া হল মেকানিক্যাল দপ্তর তথা এম টি সেকশন। সেখান কয়েক লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েক বছর ধরে তাদের দুর্নীতি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। গাড়ির তেল বিক্রি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

গাড়ির চালকের সংখ্যা ৪০ জন থাকা সত্ত্বেও খামোখা বাড়তি ১৩ জন জওয়ানকে খাটানো হয়।

সর্বদাই তোরো জনকে গাড়ির চালকের আসনে দেখা যায়। সেখানে ৪০ জন নিয়মিত গাড়ির চালক বসে বসে মাসিক বাড়তি অর্থ গুনছেন। এর পেছনেও রয়েছে বিরাট রহস্য। নবাগতদের মাথায় নুন রেখে কুল খাবার ধান্ধা। তাদের হাত করে প্রতিমাসে আয় হচ্ছে মোটা অঙ্কের টাকা। নিয়মিত গাড়ি চালকদের রাখা হয়েছে কর্মহীন করে। তার জারিজুরি টের পেয়ে গেছেন দপ্তরের পুরোনো..

সূত্র : আজকের ফরিয়াদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *