টি অ্যাকশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
ত্রিপুরা , ২৮ সেপ্টেম্বর : রাজ্যের উৎপাদিত চায়ের বিক্রি বৃদ্ধি করার লক্ষ্যে টি একশন সেন্টার স্থাপনে এবার এগিয়ে এলো রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর। কিভাবে রাজ্যে অ্যাকশন সেন্টার স্থাপন করা যায় তা নিয়ে আলোচনা করতে স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের |
আধিকারিকসহ টি বোর্ড অফ ইন্ডিয়া ও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের ২২টি চা বাগানের মালিক পক্ষ।
গুণগতমান বজায় রেখে রাজ্যের উৎপাদিত চা এর কদর এখন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, চায়ের উৎপাদনও অনেকটা বাড়লো। এই মুহূর্তে রাজ্যে বছরের ৯০ লক্ষ কেজি চা পাতা উৎপাদন হয়। সেটাকে কিভাবে আরো বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বর্তমান কর্মকর্তারা। তাই উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে রাজ্যের উৎপাদিত চা কে আরো প্রসারিত করার লক্ষ্যে ত্রিপুরায় একটি টি অ্যাকশন সেন্টার নির্মাণের দাবি দীর্ঘদিনের। অবশেষে তা যেন বাস্তবায়ন হতে চলেছে। কিভাবে টি একশন সেন্টার স্থাপন সম্ভব, তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় ওই গুরুত্বপূর্ণ বৈঠকের। রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে এবং টি বোর্ড অফ ইন্ডিয়া ও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সহায়তায় আয়োজিত এই দিনের বৈঠকে অংশ নেন রাজ্যের ২২ টি চা বাগানের মালিকপক্ষ। গুরুত্বপূর্ণ…