ট্রিপল আইটি আগরতলা শাখার প্রথম সমাবর্তন
ত্রিপুরা, ২৩ সেপ্টেম্বর : গতকাল দুপুর বারোটায় ট্রিপল আইটি আগরতলার প্রথম ভার্চুয়াল ই-সমাবর্তন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এই সমাবর্তনে বি.টেক, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন শিক্ষার্থীকে তাদের ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে ইনস্টিটিউটের বি. টেক এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাওন কুন্ডুকে স্বর্ণপদক প্রদান করা হয়। ট্রিপল আইটি আগরতলা ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় উন্নতি, বিশেষ করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি শুরু হয়।
এটি ২০১৭ সালে ট্রিপল আইটি আইন অনুসারে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ভারত সরকার, ত্রিপুরা সরকার ছাড়াও ওএনজিসি ও নিপকো এর বেসরকারি অংশীদার। ট্রিপল আইটি আগরতলার একাডেমিক সেশনটি ২০১৮-১৯ সালে এনআইটি আগরতলার অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল। প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বি. টেক প্রোগ্রামে ছাত্রছাত্রীদের ভর্তি করানো হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে এনআইটি আগরতলার মেন্টরশিপের অধীনে রয়েছে এবং ২০১৮ সাল থেকে এর ক্যাম্পাস থেকে যাবতীয় কাজ সম্পন্ন করে চলেছে। এখানে উল্লেখ্য, টিপল আইটি আগরতলার প্রথম ব্যাচটি, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১০০ শতাংশ চাকরিতে নিযুক্তি পায়। ছাত্রছাত্রীরা টিসিএস, অ্যামাজন (বার্লিন), আইটিসি ইনফোটেক, ক্যাপজেমিনি, ডেলয়েট, পাবলিকস স্যাপিয়েন্ট, ইণ্ডিয়ামার্ট, ভিএম ওয়্যার, ভাসার ল্যাবস্, রেড হ্যাট, ইনফ্রা. মার্কেট, ব্রাঞ্চ ইন্টারন্যাশনাল, র্যাপিডো মেচলিন সফটওয়্যার টেকনোলজি প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়ামার্ট, আপস্টোক্স এবং ম্যাক্রো ইলেকট্রোটেক প্রাইভেট লিমিটেড এর মতো বিভিন্ন খ্যাতিসম্পন্ন সংস্থা থেকে ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে চাকরির অফার পেয়েছে। 2021-22 শিক্ষাবর্ষে ট্রিপল আইটি আগরতলার ছাত্রছাত্রীদের চাকরিতে নিযুক্তির ক্ষেত্রে গড় বেতন বার্ষিক ২২ লক্ষ টাকা। ট্রিপল আইটি আগরতলার বি টেকের ছাত্র শুভম রাজ অ্যামাজন হতে একটি অফার পেয়েছে, যার বার্ষিক প্যাকেজ ১.৩ লক্ষ ইউরো (১.১৫ কোটি টাকা)। তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যামাজনের বার্লিন অফিসের জন্য অফার দেওয়া হয়েছে।