ডম্বুর লেইকে ১৩০ মেগাওয়াট ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ
ত্রিপুরা, ১৭ নভেম্বর : রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে শক্তিশালি করার লক্ষ্যে গত পাঁচ বছরে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তাছাড়াও আগামী তিন চার বছরের মধ্যে রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রের ডিস্ট্রিবিউশনকে আরও শক্তিশালি করার পাশাপাশি ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে ১ হাজার ৯৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে একথা জানান।
সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের সচিব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি সবার জন্য বিদ্যুৎ পরিষেবা প্রদান। এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্যের বিদ্যুৎ দপ্তর কাজ করে যাচ্ছে। সচিব তথ্য সহ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাজ্যে পুনর্নির্বিকরণ শক্তির উন্নতিকরণে..