ডিএ গ্র্যাচুয়িটি বৃদ্ধি সহ ডিসেম্বরে কর্মচারীদের জন্য বহু সুখবর
ত্রিপুরা, ৯ নভেম্বর : ভোট বড় বালাই। বিশেষ করে ত্রিপুরার মতো ছোটো রাজ্যে কর্মচারীদের ভোট ব্যাঙ্কের দিকেই তাকিয়ে থাকে রাজনৈতিক দলগুলি। কেননা এই মুহূর্তে রাজ্যে প্রায় দেড় লক্ষের মতো রয়েছেন কর্মচারী এবং পেনশনার। যদি তাদের সাথে পরিবার পরিজনদের জুড়ে দেওয়া হয় তাহলে এই ভোটারদের সংখ্যা গিয়ে দাঁড়াবে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ। সংখ্যাটা রাজ্যের মোট ভোটারের তুলনায় নেহাৎ কম নয়। ফলে রাজনৈতিক দলগুলিও এই ভোট ব্যাঙ্কের দিকেই তাকিয়ে থাকে।
এইক্ষেত্রে বেশিরভাগ সময়ই শাসকদল কর্মচারী এবং পেনশনারদের মন জয় করতে বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে থাকেন।
বিগত বাম আমলে কিন্তু কর্মচারীদের ভোট ব্যাঙ্কই ছিলো প্রধান ভরসা। তা প্রথম ধরা পড়ে ২০১৮ সালের নির্বাচনে পোস্টাল ব্যালটের ট্রেন্ড দেখে। কারণ ওই নির্বাচনে পোস্টাল ব্যালটে এগিয়ে ছিলো তৎকালীন বিজেপি দল (বর্তমানে) যারা ক্ষমতায়। ফলে আগামী ২৩’র নির্বাচনেও তারা এই ট্রেন্ড ধরে রাখতে চাইবেন।