ডিসেম্বরেই ১০ এর নিচে নামবে তাপমাত্রা
ত্রিপুরা, ২৭ নভেম্বর : ডিসেম্বর থেকেই জাকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে রাজ্য আবহাওয়া দপ্তর ডিসেম্বরে তাপমাত্রা দশ ডিগ্রির নীচে নামবে। আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহের পর থেকে ধীরে ধীরে শীত কমতে শুরু করবে। তবে এবার ছাব্বিশ জানুয়ারি স্বরস্বতী পুজো। স্বরস্বতী পুজোর পর বেশিদিন আর শীত স্থায়ী হবেনা। তবে এখন পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার খবর নেই। কুয়াশা বেশি হলে শীতের তীব্রতা কম হবে। আবার কুয়াশা কেটে সূর্যের আলো ছড়িয়ে পরলে শীতের তীব্রতা বাড়বে। আগামী সপ্তাহে কুয়াশা কেটে শীত বাড়বে বলে তিনি জানান। পশ্চিম হিমালয়ে ঝঞ্ঝার কারণেই বাধাপ্রাপ্ত..