ডিসেম্বরেও শীত অধরা
ত্রিপুরা, ৩ ডিসেম্বর : ডিসেম্বর মাস ঢুকে গেল। কিন্তু শীতের আমেজ প্রায় নেই এখনও। মাঝে দুয়েক দিন শীতের ইতিউতি পরশ মিলছিলো। ফলে মানুষজন গুছিয়ে রাখা লেপ, কম্বল, সোয়েটার, মাফলার, টুপি, চাদর বের করে রোদে দিয়ে তৈরি রেখেছিল। কিন্তু কোথায় কী !
আবহাওয়ার উলট পুরাণের জন্য এ বছর শীতের দেখা এখনও মিলছে না।
দিনের বেলা চড়া রোদ থাকছে। পাখা ছাড়া থাকা যাচ্ছে না। রাতের বেলায় হাল্কা বেড কভার হলেই চলে যাচ্ছে। এই অবস্থায় আবহাওয়ার এই ছন্দপতনে মানুষজনের মধ্যে অসুখ বিসুখ বাড়ছে। পেটের রোগ, সর্দিকাশি, এলার্জির সমস্যা লেগেই রয়েছে – বিশেষত বাচ্চাদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সময়ে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ১৮ ডিগ্রি সেলিসিয়াসের আশেপাশে। এর অর্থ এখনও শীতের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।