Feature NewsNewsত্রিপুরারাজনীতি

ডিসেম্বরে টেট পরীক্ষা এবং জেআরবিটির ফল শীঘ্রই

ত্রিপুরা, ৮ অক্টোবর : বর্তমান সরকার বেকার দরদী সরকার। সবকা সাথ সবকা বিকাশের সরকার এমনটাই দাবি শিক্ষামন্ত্রী রতনলাল নাথের। তিনি জানান, টেট কোয়ালিফাইড সকলকেই নিয়োগ করা হবে। এ সম্পর্কে কোন নেতিবাচক প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নন। এ প্রসঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের উক্তি টেনে বলেন, যে যাই বলুক আমরা সঠিক জায়গায় আছি। আমরা সব সময় ইতিবাচক দিকটির দিকে নজর দিতে চাইছি।

আমরা কাজ করার চেষ্টা করছি এতে কেউ সমালোচনা করলে কিছু যায় আসে না।

তবে গঠনমূলক সমালোচনা করলে কাজ করার জন্য ইতিবাচক শক্তি পাওয়া যায়। আজকের ফরিয়াদ প্রতিনিধির প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান শিক্ষা দপ্তর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। পাশাপাশি তিনি জানান যে রাজ্যে বর্তমানে একটা নেতিবাচক প্রচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এতে অনেক ক্ষেত্রে একটা নেগেটিভ চিন্তাধারা তৈরি হয়। এতে সাধারণের মধ্যে হতাশা দেখা দেয়। কিন্তু বর্তমান সরকার এবং বিশেষ করে শিক্ষামন্ত্রী ও তার দপ্তর ইতিবাচক গঠনমূলক সমিলোচনাকে অবশ্যই গ্রহন..

সূত্র : আজকের ফরিয়াদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *