ডেনমার্কে প্রধানমন্ত্রীর পদত্যাগ
ত্রিপুরা, ৫ নভেম্বর : ডেনমার্কে সাধারণ নির্বাচনে প্রথম স্থানে থেকেও বৃহত্তর জোট গঠনের উদ্দেশ্যে পদত্যাগ করলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী মেটে ফ্রেড্রিক্সেন। গত মঙ্গলবার দেশে নির্বাচন হয়। ভোটে প্রথম স্থানে ফ্রেড্রিক্সেনের নেত্বাধীন মধ্য-সোশ্যাল ডেমোক্র্যাটিক জোট। ভোট গণনায় মাত্র ১টি আসনের জোরে সংসদে গরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হয়েছে জোট। দেশের সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রী পদে থাকে যেতে পারতেন ৪৪ বছরের সোশ্যাল ডেমোক্র্যাটিক নেত্রী।
কিন্তু সকলকে অবাক করেই, বৃহত্তর জোট গড়ার লক্ষ্যে তিনি পদত্যাগ করেন।
ভোটের ফল ঘোষণার পরে ফ্রেড্রিক্সেন জানান, ভোট প্রচারে বড় জোট গঠনের বিষয়ে তিনি চেষ্টা করবেন। জোর দেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ন্যাটোর সদস্য দেশ হিসাবে ডেনমার্কের বাজেটে সামরিকখাতে ব্যয় বাড়ানোর। পাশাপাশি কঠোর অভিবাসন নীতি এবং সামাজিক ক্ষেত্রে সরকারি খরচ কমিয়ে মুদ্রাস্ফীতিতে লাগাম ক্যায় জোর দেন তিনি। এছাড়াও তার সরকার মধ্য ও দক্ষিণপন্থী দলগুলিকে পরবর্তী জোট সরকারে শামিল করার চেষ্টা করবে। প্রসঙ্গত, ২০১৯ সালে ডেনমার্কের ইতিহাসে সব থেকে কম ৪১ বছর বয়সে মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন মেটে ফ্রেড্রিক্সেন। সাধারণ নির্বাচনে সংসদের ১৭৯টি আসনের মধ্যে ২৮ শতাংশ ভোট অর্থাৎ ৫০ টি আসন পেয়েছে ফ্রেড্রিক্সেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি।