তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শচীন দেববর্মনকে শ্রদ্ধাঞ্জলি
ত্রিপুরা, ২ অক্টোবর : সংগীত, সংস্কৃতি যদি না থাকে তাহলে সমাজ এগিয়ে যেতে পারবে না। সংগীত এমন একটা জিনিস যা মানুষকে ভাবতে ভালবাসতে শেখায়।
তাই সংগীত সংস্কৃতিকে মানুষের স্বার্থে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর।
আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সুর সম্রাট কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথাগুলি বললেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত | চৌধুরী। পয়লা অক্টোবর রাজ্যের গর্ব সুবিখ্যাত গায়ক ও সুরকার..