Feature NewsNewsএই মুহূর্তেভারত

তাজমহল মামলা খারিজ করলো এলাহাবাদ হাইকোর্ট

ত্রিপুরা, ২২ অক্টোবর : তাজমহলের আসল ইতিহাস জানতে বন্ধ কক্ষ খোলার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, এটি একটি প্রচার স্বার্থ জড়িত মামলা। এলাহাবাদ হাইকোর্ট এই আবেদন খারিজ করে কোনো অন্যায় করেননি। বিচারপতি এম আর শাহ ও বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়।

পিটিশনে বলা হয়, তাজমহল নির্মাণকারী শাহজাহানের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

তাজমহলের বেসমেন্টের ঘরগুলো খুলে সত্য ঘটনা জানার অনুরোধ করা হলো। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন ডক্টর রজনীশ সিং। যিনি নিজেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অযোধ্যা ইউনিটের মিডিয়া ইনচার্জ বলে দাবি করেছিলেন। দায়ের করা পিটিশনে বিশ্ব বিখ্যাত ভবন তাজমহলের ইতিহাস জানতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। উল্লেখ্য, প্রথমে এলাহাবাদ হাইকোর্ট তাজমহলের ২২ টি কক্ষ খোলার আবেদন খারিজ করেছিল। আবেদন খারিজ করে এলাহাবাদ হাইকোর্ট..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *