তাপমাত্রা হিমাঙ্কের নিচে তুষারপাতের সম্ভাবনা কাশ্মীরে
ত্রিপুরা, ৯ ডিসেম্বর : ঠান্ডা ক্রমশ বাড়ছে কাশ্মীরে। উপত্যকার অধিকাংশ জায়গাতেই তাপমাত্রার পারদ আরও নেমেছে বুধবার। পহেলগাম এখন জম্মু-কাশ্মীরের সবথেকে শীতলতম, তাপমাত্রা মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাতে শ্রীনগরে তাপমাত্রা ছিল মাইনাস ৩।
এই মরশুমে শ্রীনগরের শীতলতম রাত ছিল রবিবার।
গুলমার্গেও রাতের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। এছাড়াও কাজিগুন্দ, কুপওয়ারা, কোকেরনাগ সর্বত্রই তাপমাত্রা হিমাঙ্কের নিচে। বৃহস্পতিবার পর্যন্ত কাশ্মীরে শুষ্ক, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে পশ্চিমি ঝঞ্ঝার প্রকোপে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।