তিন দেশ মিলে তৈরি করছে ভয়ংকর এক যুদ্ধবিমান !
ত্রিপুরা, ১৩ ডিসেম্বর : পুরনো যন্ত্র দিয়ে আর নয়। এবার চাই নতুন যুগের সঙ্গে মানানসই অত্যাধুনিক অস্ত্র। তাই এবার ”নেক্সট জেনারেশন ফাইটার জেট তৈরিতে হাত মিলিয়েছে তিন দেশ– ব্রিটেন, জাপান ও ইতালি। ২০৩৫ সালের মধ্যে তারা এই অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান তৈরির কাজ শেষ করতে চায় বলে জানা গিয়েছে।
বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলির যৌথ অংশীদারত্বে এটাই হতে চলেছে সব চেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প।
এই তিনটি দেশের মধ্যে চুক্তির বিষয়টি গত জুলাইয়েই প্রথম জানা গিয়েছিল। শুক্রবার এই তিন দেশ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের ফিউচার এয়ার সিস্টেম প্রজেক্ট”, জাপানের “গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগাম” ও ইতালির লিওনার্দো এই প্রকল্পে যুক্ত। নতুন এই যুদ্ধবিমানে ডিজিটাল ক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ওয়ারফেয়ার-সংক্রান্ত প্রযুক্তিগত..