তিপ্রামথার গ্রেটার তিপ্রাল্যান্ড অসাংবিধানিক নয় কংগ্রেস
ত্রিপুরা, ১৫ নভেম্বর : তিপ্রমাথার গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি অ-সাংবিধানিক নয়। একটা রাজনৈতিক দল তার দাবি জানাতেই পারে। এই দাবি অ-সাংবিধানিক দাবি হতে পারে না। সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই বক্তব্য জানান প্রদেশ নেতৃত্ব বিধায়ক সুদীপ রায় বর্মন।
শুধু তাই নয়, তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, বারো নভেম্বর আস্তাবল ময়দানে তিপ্রামথার সমাবেশটি একটি সুসংগঠিত কর্মসূচি ছিল তাদের।
এর জন্য দলকে ধন্যবাদ পর্যন্ত জানান তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্ মুহূর্তে সুদীপ রায় বর্মনের এই বক্তব্যে নতুন করে রাজনৈতিক সমীকরণের চাঞ্চল্য দেখা দিয়েছে। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীন ভারতবর্ষের যত উন্নয়ন হয়েছে তার সবটাই হয়েছে কংগ্রেস সরকারের হাত ধরে। এর যাত্রা শুরু করেছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু। সোমবার পন্ডিত জহরলাল নেহেরুর ১৩৩ তম জন্মদিন। এই জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে কেন্দ্র করেই কংগ্রেস দলের এই সাংবাদিক সম্মেলন। সাংবাদিক..