তিস্তা প্রকল্প নিয়ে সবুজ সঙ্কেত দিচ্ছে না বাংলাদেশ
ত্রিপুরা, ১৭ অক্টোবর : ভারত – বাংলাদেশ সম্পর্কে সংবেদনশীলতার বিষয়টি ঠাহর করে ঢাকার এই মুহূর্তে দোলাচলে অবস্থান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের সাবেকি সম্পর্কের আবহে ভারত- বাংলা কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকগতভাবে লৌহস্তম্ভের উপর দাঁড়িয়ে আছে।
শেখ হাসিনা সেই পথেই হাঁটছেন।
কিন্তু বাংলাদেশের কিছু ঘরোয়া সমস্যা কখনও কখনও পরিস্থিতিকে চেনা পথ ছেড়ে গলিপথে ঢোকার উপক্রম হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক বৃত্তে চিন সুযোগ পেলেই ঢুঁ মারতে তৎপর হয়ে ওঠে। এমন একটি বিষয় তিস্তা জল বন্টন। তিস্তা নিয়ে কালো মেঘ ছেয়ে আছে দুই দেশের আকাশে। ২০১২..