তুরস্কে খনি বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪১
ত্রিপুরা, ১৮ অক্টোবর : শুক্রবার সূর্যাস্তের সময়ে কৃষ্ণসাগর উপকূলে আমাসরা শহরে কয়লাখনিতে প্রচণ্ড বিস্ফোরণে এই খবর লেখা পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী সুলেয়মান সোয়লু বলেছেন, প্রায় ৫০ জন আটকে পড়েছে খনির ভিতরে দুটি স্থানে। দুটি স্থানের মধ্যে দূরত্ব তিনশ থেকে ৩৫০ মিটার। ১১ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রী ঘটনার সংবাদ পেয়েই পৌঁছে গেছেন ওই শহরে।
আজ ডিক্টেটর প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ওই খনিতে উদ্ধারকার্যের অগ্রগতি দেখতে যাচ্ছেন।
তিনি বলেন, লক্ষ্য হচ্ছে খনিতে শ্রমিকের মৃত্যু সংখ্যা যেন আর না বাড়ে। আটকে থাকা শ্রমিকরা যেন জীবিত উদ্ধার হয়। আমসারার মেয়র রিসাই চাকির বলেছেন, যারা বাঁচতে পেরেছেন ও উদ্ধার হয়েছেন, তাদের অনেকেই আহত। সন্ধ্যায় ঘন আঁধারেই শুরু হয়েছে উদ্ধারকার্য।