তৃণমূলের গুচ্ছ প্রতিশ্রুতি
ত্রিপুরা, ৬ ফেব্রুয়ারী : রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস ২০২৩ এর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তেহার প্রকাশের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিল্প উন্নয়ন দপ্তর নারী ও শিশু কল্যাণ দপ্তর এর মন্ত্রী শশী পাজা, সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এক ঝাঁক নেতৃবৃন্দদের উপস্থিতিতে রবিবার রাজধানীর চিত্তরঞ্জন রোডের তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ২০২৩ বিধানসভা নির্বাচনের এই নির্বাচনী ইস্তাহার। ইস্তাহার প্রকাশের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বসু বলেন রাজ্যের মানুষের সার্বিক কল্যাণকে মাথায় রেখে এই ইস্তাহার প্রকাশ করেছে। বিজেপির দুঃশাসন থেকে রাজ্যকে মুক্তি দিতে তৃণমূল কংগ্রেস রাজ্যে কাজ করে যাচ্ছে। রাজ্যের মানুষের..