তেইশেই চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ডেন্টাল কলেজ
ত্রিপুরা, ২৩ নভেম্বর : মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার ঐকান্তিক প্রচেষ্টার ফসল ডেন্টাল কলেজ। ২০২৩ সালে এর যাত্রায় পঠনপাঠন শুরুর পরিকল্পনা অনেক আগেই শুরু হয়েছিল। ডিসিআই প্রতিনিধিদের রিপোর্টের ভিত্তিতে মিলবে সবুজসংকেত। তারজন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগও শুরু হয়ে গেছে, প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে স্বপ্ন পূরণের আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী। তিনিও একজন গুণী দত্ত চিকিৎসক।
রাজ্যে একটি ডেন্টাল কলেজ গড়ার দাবি করে অনেকেরই কাছেই গেছেন।
এবার তিনিও মুখ্যমন্ত্রী, আবার স্বাস্থ্য মন্ত্রীও। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে আবার ডেন্টাল কলেজ স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়েছেন, চললো দিল্লিতে যোগাযোগ, তারপর সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা, এবার শুধু সময়ের অপেক্ষা বললেন মুখ্যমন্ত্রী। তখনও অনেক স্বপ্ন ছিল যখন উত্তরপ্রদেশের লখনৌস্থিত ‘কিং জর্জ মেডিকেল কলেজে’ দম্ভ চিকিৎসা-শাস্ত্র নিয়ে পড়াশোনা করছিলেন, রাজ্যের এক কৃতী সন্তান, আজকের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।