Feature Newsfleshত্রিপুরারাজনীতি

তেইশে পুরনো সেনাদের পাশে চাইছে বিজেপি সুবলকে দলে আনতে সংঘের তৎপরতা

ত্রিপুরা, ১৩ নভেম্বর : তেইশের লড়াইয়ে বিজেপির কেবল প্রত্যাবর্তন নয় একেবারে ৬০ এ ৬০ পেয়ে দল ক্ষমতায় আসবে এমন দাবি করে দলের বেশ কয়েক নেতৃত্ব দলের কর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করলেও, তেইশের লড়াই যে বিজেপির জন্য এক কঠিন বাস্তব লড়াই তা বুঝে গেছে দলের শীর্ষ নেতৃত্ব। এবং কাদের কাদের কল্যাণে দলের হাল বেহাল হয়েছে বা এখনো দলের অন্দরে কারা দলকে দুর্বল করার মতো চেষ্টা চালাচ্ছে সে সম্পর্কেও দলের শীর্ষ মহল যথেষ্ট ওয়াকিবহাল। গোয়েন্দা সংস্থার রিপোর্ট সহ দলের কাজে সরকারের কাজে পুরোনো কর্মীরা কতোটা সন্তুষ্ট আগামী দিন দলের হয়ে কাজ করবে কিনা তা যাচাই করার জন্য নিয়োগকৃত এজেন্সির কর্মীরা সংশ্লিষ্ট কর্মীদের সাথে কথা বলে যে রিপোর্ট পাচ্ছে তাতে দলের শীর্ষ মহল রীতিমতো হতাশ হয়ে পড়ছে।

চব্বিশের আগে এই রাজ্যের নির্বাচন কে যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে ত্রিপুরা ছোট হলেও রাজনৈতিক গুরুত্ব বহু বড় প্রদেশের চেয়ে বেশি।

ফলে ত্রিপুরাতে দল কে ক্ষমতায় আসীন রাখতে দলের পুরোনো কর্মীদের পাশে পেতে চাইছে দল।দলের অন্দরে যদি ফাটল সৃষ্টি না হতো তাহলে এই সময়ে যতটুকু কাজ হয়েছে রাজ্যের কল্যাণে এটাকে হাতিয়ার করে দল নিশ্চিন্তে তেইশের লড়াইয়ে সহজে উত্তরে যেত। কংগ্রেস কিংবা অন্য দলের প্রভাব বাড়তো না ।মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতো না কংগ্রেস বা তিপরামথা। সার্বিক দিক বিবেচনা করে দলের আদি ও পুরোনোদের ফের দলের হয়ে কাজ করার জন্য পাশে চাইছে শীর্ষ মহল সূত্রের খবর সুবল ভৌমিককে দল আবারো পাশে চাইছে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *