তেলিয়ামুড়ায় নাবালক অপহরণ পরে উদ্ধার
ত্রিপুরা, ১৫ অক্টোবর : রহস্যজনকভাবে এক নাবালক অপহরণ হয়ে গিয়েছিল। আবার কয়েকঘন্টার মধ্যেই উদ্ধার হয়। শুক্রবার সকালে তেলিয়ামুড়ার শান্তিনগর গ্রামে নাবালক অপহরণের ঘটনা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পরে। জানা যায়, ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাবালক সঞ্জিৎ দেবনাথ ঘুম থেকে উঠেই নাকি বাড়ি থেকে বেরিয়ে পরে। তখন পরিবারের লোকেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। এরপর একটি মারুতি ভ্যান গাড়ি সঞ্জিতকে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু মারুতি ভ্যান গাড়িটি তৃষাবাড়ি রেলস্টেশন এলাকায় পৌঁছতেই নাবালক সঞ্জিৎ সুযোগ বুঝে গাড়ি থেকে নেমেও পরে। এবং রেল স্টেশনে গিয়ে বসে থাকে।
পরবর্তীতে কোনরকম ভাবে খবর পেয়ে নাকি পরিবারের লোকেরা রেল স্টেশনে থেকে নাবালক সঞ্জিতকে উদ্ধার করে নিয়ে আসে।
কিভাবে খবর পেল সঞ্জিতের পরিবার। কেনই বা আগে পুলিশকে জানানো হয়নি। যেটা যথেষ্ট সন্দেহজনক। পরে তেলিয়ামুড়া থানায় গিয়ে পুলিশের কাছে পুরো ঘটনা বিস্তারিত জানায় নাবালক সঞ্জিতের মা। সঞ্জিৎ নাকি গাড়ির নম্বর দেখতে পেয়েছে। কিন্তু পুলিশ গাড়ির নম্বর খতিয়ে দেখে। এই নম্বরের কোন গােিড় নেই। তবে পুলিশ নাবালক পরিবারের কথা যথেষ্ট সন্দেহজনক বলে মনে করছে। হয়তো রাগের বসে নাবালক সঞ্জিৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এখন পুলিশ পুর ঘটনার তদন্ত করে দেখেছে।