তেল আর গমের দাম ভাবাচ্ছে কেন্দ্রকে
ত্রিপুরা, ২৫ নভেম্বর : সর্ষের তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির পরে মাত্র ৯ শতাংশ কমেছে। আর তাতেই নরেন্দ্র মোদী সরকার দাবি করল, অনেকটাই কমে গিয়েছে সর্যের তেলের দাম। মুখে যা-ই বলা হোক, কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য বলছে, এক দিকে সর্যের তেল সহ সব রকম ভোজ্য তেল এবং অন্য দিকে, গম, আটা বাজারে এই দুই খাদ্যপণ্যের দাম চিন্তায় রেখেছে মোদি সরকারকে সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় সর্যের তেলের দাম: অনেকখানি কমেছে।
কিন্তু সম্প্রতি পাইকারি বাজারে সর্যের তেলের দাম কিছুটা কমলেও খুচরো বাজারে তার দাম ফের বাড়ছে।
গত ২২ অক্টোবর সর্ষের তেলের দাম ছিল ১৬৭.২৩ টাকা প্রতি কিলোগ্রাম। এ মাসের ২২ তারিখ তা বেড়ে ১৭০.৮৬ টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের বক্তব্য, সূর্যের তেলের দাম খুব সামান্য বেড়েছে। তা ছাড়া গত বছরের তুলনায় ওই ভোজ্য তেলের দাম অনেকটাই কম। কারণ গত বছরের ২২ নভেম্বর সর্ষের তেলের দাম ছিল প্রতি কিলোগ্রামে ১৮৭ টাকার বেশি। বিরোধীদের বক্তব্য, মোদী সরকার যেটা বলছে না, তা হল ২০১৯-এ ২২ নভেম্বর সর্যের তেলের দাম..