ত্রিপুরায় ইডি-র হানা, ব্যাংকে গচ্ছিত অর্থরাশি সহ বাজেয়াপ্ত বহু
ত্রিপুরা, ২১ ডিসেম্বর : অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে মঙ্গলবার ত্রিপুরায় দুইটি স্থানে ইডি(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অভিযান চালিয়েছে। তাতে, এনডিপিএস আইনে ত্রিপুরা পুলিশের দায়ের মামলায় সুজিত সরকার, বিজয় পাল এবং পরেশ চন্দ্র রায়ের পরিবারের সদস্যের কাছ থেকে জীবন বীমা, ফিক্সড ডিপোজিট, ব্যাংকে গচ্ছিত ২ কোটি টাকা অর্থরাশি এবং সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ আগরতলা এবং সিপাহীজলা জেলায় অর্থ পাচার প্রতিরোধ আইনে (পিএমএলএ ২০০২) অভিযান চালানো হয়েছে। মাদক পাচার মামলায় তদন্তে ওই অভিযান চালানো হয়েছে। ইডি জানিয়েছে, ত্রিপুরা পুলিশ এনডিপিএস আইনের ২২/২৯ ধারায় মাদক পাচারের তিনটি মামলা নিয়েছে। ওই মামলায় অভিযুক্ত সুজিত সরকার, বিজয় পাল এবং পরেশ চন্দ্র রায়ের পরিবারের সদস্যের বাড়িতে আজ অভিযান চালানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে গাঁজা মজুত, পাচার এবং বিক্রিতে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইডি আরও জানিয়েছে, তদন্তে দেখা গেছে অভিযুক্তদের ব্যাংক একাউন্ট-এ প্রচুর আর্থিক লেনদেন হয়েছে। ফলে, অভিযানে গিয়ে ব্যাংকে ২ কোটি টাকা নগদ অর্থরাশি, ফিক্সড ডিপোজিট, বীমা এবং স্থাবর সম্পত্তির হদিস মিলেছে। সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে এবং পরবর্তী তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।