ত্রিপুরায় তিন নেশা কারবারিকে গ্রেপ্তার করল আসাম পুলিশ
ত্রিপুরা, ২৯ অক্টোবর : অবৈধ নেশা কারবারের মামলায় বিশ্রামগঞ্জ ও বক্সনগর থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। বৃহস্পতিবার এনডিপিএস মামলায় আসামের করিমগঞ্জ থানার পুলিশ এসে বিশ্রামগঞ্জ থেকে দুই আসামীকে গ্রেপ্তার করে এবং শুক্রবার বক্সনগর থেকে গ্রেপ্তার করে আরেক আসামিকে। শনিবার আদালত থেকে ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে তাদের করিমগঞ্জ রওয়ানা হবার কথা।
ঘটনার বিবরণে জানা গেছে, একদা রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশকে ঘুমে রেখে তিন যুবক গাঁজা বহির্রাজ্যে পাচার করতে নিয়ে যাওয়ার সময় আসামের করিমগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে প্রথম লকডাউনের সময়ে।
পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এসে আর যায়নি করিমগঞ্জে। মামলা বকেয়া পড়ে রয়েছে। আদালত ওয়ারেন্ট জারি করে। কিন্তু ওরা হাজিরা দেয়নি। করিমগঞ্জ থানার পুলিশ বিশ্রামগঞ্জ এসে বৃহস্পতিবার বিকালে পুষ্করবাড়ি থেকে সুজিৎ দাস এবং লাটিয়াছড়া থেকে রমজান হোসেনকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের সাথে নিয়ে করিমগঞ্জ থানার পুলিশ বক্সনগর যায়। ঐ মামলায় বক্সনগরের একজন আসামি রয়েছে। শনিবার তারা করিমগঞ্জের উদ্দেশে রওয়ানা দেবে।