ত্রিপুরার প্রতিনিধিদের সাথে ভোট চর্চায় অংশ নেবেন প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী সহ রাষ্ট্রীয় সভাপতি
ত্রিপুরা, ১৪ জানুয়ারি : ১৬-১৭ জানুয়ারি দিল্লিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বসছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ বৈঠক নিসন্দেহে গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ এ বৈঠকে সরাসরি ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনের ‘রণকৌশল’ নিয়ে আলোচনা হবে। দলীয় সূত্রে খবর, বৈঠকে যোগ দেবেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। দলীয় সূত্রে আরও জানা গেছে, বৈঠকে সরাসরি ত্রিপুরার ভোট প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। ভোটের রণকৌশল, হাইকমান্ডের অংশগ্রহণ ও কী কী ইস্যুতে কথা এবং প্রচারে গুরুত্ব দেওয়া হবে তা নিয়েই হবে আলোচনা। আরও জানা গেছে, এ কর্মসমিতির বৈঠকের ফাঁকে ত্রিপুরার অংশ গ্রহণকারী নেতাদের সাথে দুই প্রভারীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতির আলাদাভাবে অল্প সময়ের জন্য কথাবার্তা হতে পারে “২৩র মহারণ নিয়ে। যতটুকু খবর, এ বৈঠকে..