ত্রিপুরা থিয়েটারের ফেস্টিভাল শুরু
ত্রিপুরা, ১১ নভেম্বর : রাজ্যের বিশিষ্ট নাট্যসংস্থা ত্রিপুরা থিয়েটারের উদ্যোগে পাঁচদিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক বামাপদ মুখোপাধ্যায় ত্রিপুরা থিয়েটার সেমিনার ও ফেস্টিভাল শুরু হয়েছে আগরতলার মুক্তধারা সভাগৃহে। সদ্য প্রয়াত সরোজ চৌধুরীর প্রতি উৎসর্গ করা হচ্ছে প্রতিদিন অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন এনএসডি আগরতলা সেন্টারের ডিরেক্টর বিজয় কুমার সিং।
সেমিনারে আলোচনা করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অশেষ গুপ্ত।
কলকাতা থেকে আগত নাট্য গবেষক, পিয়ারী মোহন কলেজের অধ্যাপক ড. অপূর্ব কুমার দে। মূকাভিনয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাজ্যের বিশিষ্ট নাট্যশিল্পী স্বপন নন্দীকে সংবর্ধনা জানানো হবে। দ্বিতীয়ার্ধে স্বপন নন্দী ও তার ছাত্র ছাত্রীরা মাইম শো প্রদর্শন করবেন। এদিকে, ১০ নভেম্বর প্রদর্শিত হবে ত্রিপুরা থিয়েটারের নাটক কাক চরিত্র । ১১ নভেম্বর শাস্তি নাটক করবে কুমিল্লার নাট্যদল যাত্রিক। ১২ তারিখ নাটক করবে মনগরের লার্নার্স। নাটক যশোমতী।