ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে আজ নির্বাচন ঘোষণা
ত্রিপুরা, ১৮ জানুয়ারি : ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে আজ বিধানসভা নির্বাচন ঘোষণা হবে। নির্বাচন কমিশন আজ দুপুরে ঘোষণা হয়েছে। নির্বাচন ঘোষণার সাথে সাথেই তিন রাজ্যে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাবে। প্রসঙ্গত, ওই তিন রাজ্যে ২০১৮ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পাঁচ বছরের মেয়াদ শেষে ২০২৩ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।