ত্রিপুরা রাজ্যে আরও পাঁচটি ডিগ্ৰি কলেজ
ত্রিপুরা , ১৭ সেপ্টেম্বর : রাজ্যে আরো পাঁচটি ডিগ্ৰি কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
সরকারি ও পিপিপি মডেলে ডিগ্ৰি কলেজেগুলি খোলা হবে ।
সচিবালয়ে এক সংবাদ বৈঠকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানিয়েছেন । কলেজগুলো খোলার জন্য বেসরকারি সংস্থা কলকাতার হাওড়ার আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি ও আসামের ডাউনটাউন ট্রাস্টের সাথে রাজ্য সরকারের মউ সাক্ষর হয় । বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সাইন্স, ইতিহাস, ইকোনমিকস, সোসিওলজি, এডুকেশন, সংস্কৃত বিষয় থাকবে কলেজে ।