Feature NewsfleshNewsবিশ্ব

থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বড় ওপেন-এয়ার মিউজিয়াম

ত্রিপুরা, ৪ নভেম্বর : জাদুঘরের কথা শুনলে মাথায় আসে পুরোনো সব জিনিসপাতিতে ভরা বদ্ধ একটা ঘর। কিন্তু থাইল্যান্ডে আছে এমন এক জাদুঘর, আকারে যেটা আস্ত শহর। বিশ্বের সবচেয়ে বড় ওপেন-এয়ার মিউজিয়ামটি আছে থাইল্যান্ডের সামুত প্রাকানে।

নাম মুয়াং বোরান। আয়তন ৩০০ একর।

অর্থাৎ প্রমাণ সাইজের ২২৭টি ফুটবল মাঠের সমান! মুয়াং বোরান-এর অর্থ প্রাচীন শহর। দেশটির সংস্কৃতিপ্রেমী ধনকুবের লেক ভিরিয়াপান তৈরি করেছিলেন এটি। ব্যাংককের নামকরা ইরাওয়ান জাদুঘরটিও তার বানানো। ২০০০ সালে মৃত্যুর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *