Feature Newsfleshত্রিপুরারাজনীতি

দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ সব দপ্তর

ত্রিপুরা, ১১ মার্চ : বহু জল্পনা কল্পনা শেষে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হল। মুখ্যমন্ত্রী মানিক সাহার দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য-সংস্কৃতি সহ অন্যান্য সমস্ত অবন্টিত দপ্তর। বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ, আইন, সংসদ বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে রতন লাল নাথকে। এর আগে তিনি বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা আইন এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী ছিলেন। এর আগে বিদ্যুৎ ছিল উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাতে। কৃষি ও কৃষক কল্যাণ ছিল প্রণজিৎ সিংহ রায়ের হাতে এবং নির্বাচন দপ্তর দেখতেন খোদ মুখ্যমন্ত্রী। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে দেওয়া হয়েছে অর্থ দপ্তর, পরিকল্পনা এবং সমন্বয় দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তর। তিনি এর আগের মন্ত্রিসভায় পেয়েছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী। একমাত্র মহিলা মন্ত্রী সান্তনা চাকমা পেলেন শিল্প এবং বাণিজ্য দপ্তর, ওবিসি ওয়েলফেয়ার, কারা মন্ত্রীর দায়িত্ব। এর আগে তিনি ছিলেন সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর সহ নগরোন্নয়ন মন্ত্রী। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে দেওয়া হয় খাদ্য, জল সরবরাহ ও ভোক্তা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তর। এর আগে ২০২১ সালে প্রথম মন্ত্রী হয়ে তিনি পেয়েছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তর, যুব কল্যাণ সহ ক্রীড়া দপ্তর। প্রথমবার মন্ত্রী হয়েছেন টিঙ্কু রায়। প্রথমবারেই তাকে তিনটি দপ্তরের দায়িত্ব অর্পণ করলেন মুখ্যমন্ত্রী। যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তর, সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর, শ্রম দপ্তর পেলেন টিংকু রায়। যার মধ্যে প্রথমটি সুশান্ত চৌধুরীর অধীনে ছিল। বিগত মন্ত্রিসভায়, সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন সান্তনা চাকমা, শ্রম দপ্তরের দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভগবান দাস।

 
সম্পূর্ণ খবর পড়তে আমাদের নিউজ অ্যাপ ডাউনলোড করুন
 
Website : https://tripuranewsofficial.com/
 
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *