দশ টাকার কয়েন নিয়ে প্রচার পিএনবির
ত্রিপুরা, ১৭ অক্টোবর : শনিবার রাজধানীর হরিগঙ্গা বসাক রোডে এক প্রচার ক্যাম্পের আয়োজন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগরতলা সার্কেল এবং আরবিআই। মূলত জনসাধারণের ১০ টাকার কয়েন নিয়ে ভ্রান্ত ধারণা নিরসনের উদ্দেশ্যেই এই কর্মসূচি। সচেতনতা বৃদ্ধি করতে এই ক্যাম্প থেকে এদিন বিতরণ করা হয় দশ টাকার কয়েক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবিআইয়ের এজিএম মনোজ কুমার মুন, পিএনবির চিফ ম্যানেজার রূপেশ কুমার, এলডিএম রাজেশ রঞ্জন এবং এসএলবিসি ম্যানেজার ভার্গব ভট্টাচার্য। দশ টাকার কয়েন সারা ভারতবর্ষে চললেও, শুধু ত্রিপুরায় বিশেষ করে রাজনীতিতে অচল বলেই গণ্য।
দশ টাকার কয়েনের জন্য দাতা এবং গ্রহীতার মধ্যে সম্পর্ক খারাপ হবার নজিরও মিলছে বার বার।
এর মূল কারণ এক অপপ্রচার যে দশ টাকার কয়েনের মধ্যে আসল নকল প্রচলিত আছে। যা সর্বৈব মিথ্যা। দশ টাকার কয়েন মোট ১৪টি বিভিন্ন রকমের আছে এবং সবগুলিই রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক প্রচলিত। অন্য সব কয়েনের মতো দশ টাকার সব কয়েনও বৈধ বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয় এদিন।