দশ বছরে একবার আপডেট করতে হবে আধার-তথ্য
ত্রিপুরা, ১১ নভেম্বর : আধারে নাম নথিভুক্তির দিন থেকে দশ বছর সম্পূর্ণ হওয়ার মধ্যে অন্তত একবার প্রয়োজনীয় নথি আপডেট বা সময়োপযোগী করতে হবে। আধার নিয়মবিধি সংশোধন করে কেন্দ্র এমনই জানিয়েছে বৃহস্পতিবার। কেন্দ্রের তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন মন্ত্রকের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেন্ট্রাল আইডেন্টিটিজ ডেটা রিপোজিটরি তে (সিআইডিআর) সেই প্রয়োজনীয় নথি সম্পর্কিত তথ্য ধারাবাহিকভাবে যাতে নির্ভুল থাকে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিচিতিপত্র, ঠিকানার প্রমাণসহ যে নথিগুলি আধার কার্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তা দশ বছরে একবার অন্তত আপডেট করা থাকলেই সিআইডিআরে নিখুঁতভাবে তুলে ধরা সম্ভব হবে।
গত মাসে ইউআইডিএআই এই প্রয়োজনীয় তথ্য আপডেট করার কথা জানিয়েছিল। সংবাদ সংস্থার খবর থেকে জানা গিয়েছে, এত দিন পর্যন্ত ১৩৪ কোটি আধার নম্বর দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কত জন তথ্য আপডেট করেছেন, তা জানা যায়নি।