Feature NewsNewsত্রিপুরাভারত

দারুণ খুশি আইএমএ

ত্রিপুরা, ৩০ অক্টোবর : খুশির খবর দিলো স্বাস্থ্য দফতর। খুশি আইএমএ ত্রিপুরা রাজ্য শাখাও। সংগঠনের তরফে জানানো হয়েছে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে পুরনো হেলথ সার্ভিস রুল সংশোধন করা হয়। সেই দাবি বিবেচনা করে রাজ্য সরকার রাজ্যবাসীর সার্বিক উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে সেই ১৯৭৪ সালের পুরনো ত্রিপুরা হেলথ সার্ভিস রুলের সংশোধন করে নতুন হেলথ সার্ভিস রুল প্রণয়ণ করেছে।

এখবর জানিয়ে আইএমএ ত্রিপুরা শাখা তাদের সন্তুষ্টির কথা জানায়।

আইএমএ’র তরফে জানানো হয়েছে, এই নতুন রুলস হিসেবে জিডিএম ও ক্যাডার এবং স্পেশালিস্ট ক্যাডার প্রণয়ন করা হয়েছে। দুটি ক্যাডারে মোট ৬৯০ টি অতিরিক্ত পদ অনুমোদিত হয়েছে। রাজ্যে এবং বহিঃরাজ্যে যে সমস্ত স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট চিকিৎসকরা রয়েছেন তাদের দক্ষতা যাতে এই স্বাস্থ্যপরিষেবায় নিয়োজিত করা যায় সেই দিক দিয়ে এই নতুন সার্ভিস রুল চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত নিয়ে আসবে। ত্রিপুরার স্বাস্থ্যপরিষেবার ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। আমরা আইএমএ ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। আইএমএ মনে করছে অবশেষে রাজ্যে চিকিৎসা পরিষেবার সাথে জড়িত ডাক্তারদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আইএমএ আশাবাদী | আগামীদিনেও সরকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করবে। আইএমএ রাজ্য শাখা সর্বদাই বর্তমান সরকারের সাথে, ভবিষ্যতেও কাজ করার জন্য প্রস্তুত থাকবে। জানান আইএমএ’র রাজ্য শাখার সভাপতি ও সম্পাদক ডা: দামোদর চ্যাটার্জি ও ডা: একে চাকমা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *