দিল্লিতে এ বছর ডেঙ্গুতে সংক্রমিত বেড়ে ২,১৭৫
ত্রিপুরা, ১ নভেম্বর : রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। সেপ্টেম্বর মাসে রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসে এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ১,২৩৮-এ পৌঁছেছে। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ২,১৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১, ২৩৮।
সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে অক্টোবর মাসে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১,২৩৮ জন, বিগত এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ২৯৯। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে
আক্রান্তের সংখ্যা ২,১৭৫ জন, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।