Feature NewsfleshNewsভারত

দিল্লিতে এ বছর ডেঙ্গুতে সংক্রমিত বেড়ে ৪,৩৬১ জন, মশাবাহিত রোগে মৃত্যু ৭ জনের

ত্রিপুরা, ২৭ ডিসেম্বর :  রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ কমছেই না, বিগত এক সপ্তাহের মধ্যেই দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪৭ জন। সবমিলিয়ে চলতি বছরে দিল্লিতে মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬১ জন। এ বছর দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭ জনের। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে হয় ১,২৩৮, নভেম্বরে ১,৪২০ ও ডিসেম্বরে তা ৭৬৬-তে পৌঁছেছে। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ৪,৩৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে হয় ১,২৩৮, নভেম্বরে ১,৪২০ ও ডিসেম্বরে তা ৭৬৬। সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে ডিসেম্বর মাসে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন, বিগত এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ২৪৭। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭ জনের। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু”জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *