দিল্লি ও ঢাকার সবুজ সংকেত মিললেই মৈত্রী সেতু দিয়ে যাত্রীদের যাতায়াত শুরু হবে : সাব্রুম বিধায়ক
ত্রিপুরা, ৬ ডিসেম্বর : বহু প্রতীক্ষিত ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু দিয়ে যাত্রীদের যাতায়াত এখন শুধুই সময়ের অপেক্ষা। দিল্লি ও ঢাকা সবুজ সংকেত দিলেই দুই দেশের মধ্যে যাত্রীদের যাতায়াত শুরু হয়ে যাবে। সেই লক্ষ্যে আজ দুই দেশের ল্যান্ড পোর্ট অথরিটির আধিকারিকগণ মৈত্রী সেতু পরিদর্শন এবং যাবতীয় পরিকাঠামো নিয়ে বৈঠক করেছেন। সম্প্রতি রাজ্যসভায় মৈত্রী সেতু চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। অল্প কিছুদিনের মধ্যেই তার পরিণাম নজরে আসতে চলেছে বলেই মনে হচ্ছে। কারণ আজ বুধবার সাব্রুমে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু পরিদর্শনে দুই দেশের উচ্চ পর্যায়ের আধিকারিকগণ এসেছিলেন। এদিন ভারত ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু চালু করার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পক্ষ থেকে ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্রা, প্রজেক্ট ডাইরেক্টর গিতেশ দীপ সিং, এলপিএআই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাবির সিং, আগরতলায় এলপিএআই ম্যানেজার দেবাশীষ নন্দী, কাস্টমসের চিফ কমিশনার যোগানদার গার্গ, সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়, বিএসএফের ৯৬ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট লালা কৃষ্ণ কুমার লাল সহ একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিকগণ।