দিল্লি ১.৯! জারি কমলা সতর্কতা
ত্রিপুরা, ৯ জানুয়ারি : তাপমাত্রার পারদ আরও নামছে দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে। মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারতের আট রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপটও । মৌসম ভবন জানিয়েছে, সফদরজংয়ে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরের বেশির ভাগ জায়গা থেকেও তাপমাত্রা কম মধ্য দিল্লির রিজে সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস। লোধি রোড এবং আয়ানগরে তাপমাত্রা যথাক্রমে ২.৬ এবং ২.৮ ডিগ্রি সেলসিয়াস। হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা দিল্লির রবিবারের সকাল। গত কয়েক দিন ধরেই কুয়াশার দাপট চলছে দিল্লি-সহ উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে। কুয়াশার কারণে দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে দিল্লিতে। রবিবার রাজধানীর বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৩৫৯। কুয়াশারা কারণে বিমান এবং ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে গত কয়েক দিন ধরেই। দিল্লি..