Feature Newsfleshভারতরাজনীতি

দিল্লী পুরভোট, ভোট পড়লো ৫০%

ত্রিপুরা, ৬ ডিসেম্বর : দিল্লী নগর নিগমের (এমসিডি) নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে মোটের উপর শান্তিতেই। বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোটের হিসাব ভোট পড়েছে ৫০%। তবে ভোটের হার আরও বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন দপ্তর। প্রথমদিকে অবশ্য ভোট অত্যন্ত শ্লথ গতিতে পড়ে । বেলার দিকে কিছুটা গতি বাড়ে ভোটের। দিল্লীতে মোট ওয়ার্ডের সংখ্যা ২৫০।

রাজ্য নির্বাচন দপ্তরের তরফে জানানো হয়েছে ভোটকে ঘিরে তেমন কোনও অশান্তির খবর নেই।

সব মিলিয়ে ২৫০টি ওয়ার্ডে প্রার্থী ছিল ১৩৪৯ জন। মোট ভোটদাতার সংখ্যা ছিল ১.৪৫ কোটি। পুর নির্বাচনে ভোটগ্রহণের জন্য ১৩,৬৩৮টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়। এদিকে কংগ্রেসের তরফে অভিযোগ করে জানানো হয় যে, দিল্লী প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অনিল কুমার চৌধুরী তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কেন না ভোটার তালিকায় তার নামই ছিল না। রাজ্য নির্বাচন দপ্তরে এ নিয়ে কংগ্রেস অভিযোগ জানিয়েছে। আমার স্ত্রী ভোটদান করেছেন। কিন্তু আমার নাম ভোটার তালিকায় ছিল না। তাই ভোট দিতে পারিনি। নির্বাচন দপ্তরে আমরা অভিযোগ দায়ের করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *