দীপাবলিতে অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, দীপোৎসবের সূচনা-সহ রয়েছে একাধিক কর্মসূচি
ত্রিপুরা, ২২ অক্টোবর : সামনেই আলোর উৎসব দীপাবলি, দীপাবলির আগে আগামী রবিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ অক্টোবর, রবিবার অযোধ্যা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে দীপোৎসব উদযাপনের সূচনা-সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। যেমন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন তিনি, প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন প্রধানমন্ত্রী।
সবশেষে দীপোৎসব উদযাপনের সূচনা করবেন মোদী ও আরতি দর্শন করবেন। ২৩ অক্টোবর অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী, ওই দিন বিকেল পাঁচটা নাগাদ ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন মোদী, এরপর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন। বিকেল ৫.৪৫ মিনিটে তিনি প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন। সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রধানমন্ত্রী আরতি প্রত্যক্ষ করবেন, যার পরে প্রধানমন্ত্রী দীপোৎসব উদযাপনের সূচনা করবেন। প্রসঙ্গত, এই বছর দীপোৎসবের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রথমবার প্রধানমন্ত্রী এই উদযাপনে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন।