দীপাবলি প্রস্তুতির শেষ পর্বে মায়ের মন্দির
ত্রিপুরা, ২৩ অক্টোবর : আলোর উৎসব দীপাবলির উৎসব। কিন্তু ত্রিপুরা রাজ্যের তথা উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড়ো দীপাবলি উৎসব হয় উদয়পুর মাতাবাড়িতে। কিন্তু, মাতাবাড়ি মন্দির চত্বর থেকে শুরু করে ব্রহ্মাবাড়ি এবং উদয়পুর রেলস্টেশন পর্যন্ত নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। অনেক কিছুই ধোঁয়াশা রেখে শনিবার সন্ধ্যায় উদয়পুর মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো গোমতী জেলা প্রশাসন থেকে আয়োজিত আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন।
গত বছরের দীপাবলি উৎসবের হিসেব নিকেশ সহ বিভিন্ন তথ্যাদি গোপন রেখে এদিনের এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
যার নেতৃত্বে ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, গোমতী জেলার জেলা শাসক গ্রুবেকার ময়ূর রতিলাল, অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ..