Feature Newsfleshভারতরাজনীতি

“দীপাবলি হল সন্ত্রাস শেষের উৎসব”, কারগিলে পাকিস্তানকে নিশানা প্রধানমন্ত্রীর

ত্রিপুরা, ২৬ অক্টোবর : ক্ষমতা ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। কারগিলের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ হল শেষ রাস্তা। ভারত যুদ্ধ চায় না। কারগিল এমন একটি জায়গা যে যখনই পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছে তখনই এখানে বিজয় কেতন উড়িয়েছে আমাদের সেনা ।

গোটা দুনিয়াকে দীপাবলির উত্তবের সামিল করতে চায় ভারত।

কারগিলের এই পুণ্যভূমিতে জওয়ানদের মধ্যে থেকে দেশবাসী ও গোটা বিশ্বকে দীপাবলির শুভকামনা জানাই। গোটা বিশ্বে শান্তি বিরাজ করুক। এটা আমাদের কামনা। দীপাবলির অর্থ সন্ত্রাস দমনের পর উদ্ভব। আমাদের দেশ কেবল এক ভৌগলিক ভূখণ্ডই শুধু নয়। এক জীবন্ত ”বিভূতি”। একটি চেতনা। যখন আমরা ভারতের কথা বলি তখন আমাদের মনে এক সাংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। দেশ সুরক্ষিত তখনই হয় যখন সীমান্ত সুরক্ষিত থাকে, অর্থনীতি চাঙ্গা থাকে, সমাজে আত্মবিশ্বাসে ভরপুর থাকে।অযোধ্যায় গতকাল দীপতবে অংশ নেওয়ার পর আজ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *