দীপাবলীতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যে সতর্কতা জারি
ত্রিপুরা, ২২ অক্টোবর : ত্রিপুরায় ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ অক্টোবর প্রাকৃতিক দুর্যােগের পরিস্থিতি মোকাবিলায় সমস্ত জেলা শাসকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে রাজস্ব দফতর। তাতে, আলোর উতব দীপাবলী কিছুটা ফিকে হবে বলে অনুমান করা যাচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাষ মোতাবেক, আগামী রবিবার ২৩ অক্টোবর থেকেই হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৪ অক্টোবর সিপাহিজলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাত হবে। তবে, আগামী ২৫ অক্টোবর সিপাহিজলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে, সেখানে সতর্কতা জারি করা হয়নি।