Feature NewsfleshNewsত্রিপুরা

দুর্ঘটনায় ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস

ত্রিপুরা, ১৩ জানুয়ারি : বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ আমবাসার নিকটবর্তী জহরনগর স্টেশন এলাকায় দুর্ঘটনায় পড়ে আগরতলাগামী ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস। দুর্ঘটনায় রেলের ইঞ্জিন সহ তেলের ট্যাংকারের বেশ ক্ষতি হলেও রেল যাত্রীদের তেমন কিছুই হয়নি। তবে রেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় সেলফ লোডিং এজাক্স কংক্রিট মিক্সার মেশিনটি যেমন দুটি টুকরো হয়ে যায়, তেমনি মেশিনের চালক দীপঙ্কর পাল এবং সহকারী সঞ্জয় রিয়াং আহত হয় । যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পর সামান্য চিকিৎসার পরেই মারা যায় চালক দীপঙ্কর পাল। ঘটনার পর এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘক্ষণ জহরনগর স্টেশনে দাঁড়িয়ে থাকে। আগরতলা থেকে অপর একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে টেনে নিয়ে যায় আগরতলায়। জানা যায়,জহরনগর স্টেশন লাগোয়া স্থানে কুমার ধন পাড়ার সঙ্গে সংযোগকারী একটি ওভার ব্রিজের কাজে নিযুক্ত ছিল। কংক্রিট মিক্সার মেশিনটি। চালক সেটি চালিয়ে রেল রাস্তা পার হচ্ছিল। একই সময়ে ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস আমবাসা অভিমুখে দ্রুত গতিতে আসছিল আগরতলার উদ্দেশ্যে। ট্রেনের গতি বেশি থাকায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে কংক্রিট মিক্সার মেশিনের চালক এবং সহচালক। কোন কিছু বোঝার আগেই দ্রুতগতির এক্সপ্রেস ট্রেনটি মিক্সার মেশিনটিকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় ৪০০ মিটার দূরে এনে থেমে যায়। ট্রেনের ধাক্কায় এজেক্স ৪০০০ কংক্রিট মিক্সার মেশিনটি মাঝ বরাবর দু টুকরো হয়ে রেল রাস্তার দুদিকে ছিটকে পড়ে। মেশিনের থাকা চালক এবং সহচালক ছিটকে পড়ে বহু দূরে। ঘটনার খবর পেয়ে আমবাসা থেকে দমকলের গাড়ি গিয়ে আহত চালক এবং সহচালককে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে সহচালক বেঁচে থাকলেও চালক দীপঙ্কর পালের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *