দূষণ কমলেও খারাপই রইল দিল্লির বাতাস
ত্রিপুরা, ২৭ অক্টোবর : অন্যান্য বছরের তুলনায় দুষণ হল কম। কিন্তু সূচক অনুযায়ী দীপাবলির পরের দিন সকালেও ‘খারাপ’-ই রইল দিল্লির বাতাস।
রাজধানীতে কেন্দ্রীয় দু বোর্ডের বসানো ৩০টি মনিটরের তথ্য বলছে, এই বছরে দিল্লির বাতাসে ভাসমান মুক্ষ্ম ধুলিকণার (পিএম ২.৫) মাত্রা ২০২১ সালের থেকে কম হলেও তা দৈনিক নিরাপদ মাত্রার (প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রাম) থেকে বেশিই। রয়েছে।
বহু বছর ধরেই দেখা যাচ্ছে, শীতের আগে দীপাবলির বাজি আর লাগোয়া রাজ্যগুলিতে ফসলের গোড়া পোড়ানোর ধোঁয়ার দূষণে প্রাণান্তকর অবস্থা হচ্ছে দিল্লির। আগাম সতর্কতা হিসেবে এ বার গোড়াতেই বাজি কেনাবেচা ও পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি..