দেশে পূর্ণ কর্মসংস্থানে সাড়ে ১৩ লক্ষ কোটি বিনিয়োগ প্রয়োজন
ত্রিপুরা, ১৩ অক্টোবর : দেশে পূর্ণ কর্মসংস্থানের জন্য প্রতি বছর ১৩.৫২লক্ষ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। যা জিডিপি’র ৫ শতাংশ। একইসঙ্গে প্রয়োজন ‘কাজের অধিকার’র আইনি স্বীকৃতি। ‘পিপলস কমিশন অন এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট’র প্রকাশিত সমীক্ষায় একথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে স্পষ্টই বলা হয়েছে, কোনোরকম টুকরো টুকরো ভাবনা বা লগ্নি করলে কখনোই দেশে পূর্ণ কর্মসংস্থান হবে না।
প্রয়োজন আইনি, সামাজিক-রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন।
এপ্রসঙ্গেই সমীক্ষার সুপারিশ হলো, যত শীঘ্র সম্ভব ‘কাজের অধিকার আইনের স্বীকৃতি দেওয়া যাতে দেশের নাগরিকদের সুস্থ, স্বাভাবিক জীবনযাপন সুনিশ্চিত হয়। পিপলস কমিশন অন এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট গঠন করে ‘দেশ বাঁচাও অভিযান’। এরাই ‘কাজের অধিকার: ভারতকে প্রকৃত অর্থে সুসভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গড়ে তোলার সম্ভাবনা ও অপরিহার্যতা’ সম্পর্কিত রিপোর্ট দাখিল করেছে। বলা হয়েছে, প্রতি বছর ২১.৮ কোটি নাগরিকের কর্মসংস্থানের ১৩.৫২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। এই অর্থ জিডিপি’র ৫ শতাংশ। রিপোর্টে এও বলা হয়েছে, প্রতি বছর ১ শতাংশ হারে পরবর্তী পাঁচ বছর এই খাতে বিনিয়োগ বাড়িয়ে যেতে হবে। তাহলেই পূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। রিপোর্ট জানাচ্ছে, দেশে এখনোই ২১.৮ কোটির কর্মসংস্থান দরকার। এরা রেগা’র কাজের বাইরে রয়েছেন এবং কোনোরকম কাজ নেই এদের।