দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারে
ত্রিপুরা, ২৪ এপ্রিল : রবিবার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে করোনার সংক্রমণ। শনিবারের তুলনায় রবিবার কিছুটা হলেও কমল সংক্রমণ। ১২ হাজার থেকে ১০ হাজারের গণ্ডিতে নামল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ১১২ জন। গতকালের তুলনায় রবিবার দেশে আক্রান্তের সংখ্যা ১৭ শতাংশ কমেছে। বেড়েছে দৈনিক সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩৩ জন। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪২..