নকল ঠেকাতে ওষুধের প্যাকেটে এবার বসছে কিউআর, বারকোড
ত্রিপুরা, ৭ অক্টোবর : বাজারে ভুয়ো ওষুধের রমরমা। দেখে বোঝার উপায় নেই, কোনটা আসল আর কোনটা নকল। বিভিন্ন রাজ্যে পুলিস এজেন্সির অভিযানে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা ভুয়ো জীবনদায়ী ওষুধ। এই অবস্থায় দেশবাসী যাতে আসল ওষুধ কিনতে পারে, সেজন্য অভিনব উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। সেইমতো খুব শীঘ্রই ওষুধের প্যাকেটে বসতে চলেছে বারকোড, কিউআর কোড। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা চালু হতে পারে। সূত্র মারফত এমনই জানা গিয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে প্রাথমিকভাবে ৩০০টি ওষুধ দিয়ে শুরু হতে পারে এই পাইলট প্রকল্প।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ী, বিশ্ব বাজারে বিক্রি হওয়া ভুয়ো ওষুধের ৩৫ শতাংশই আসে ভারত থেকে। এনিয়ে ২০১৯ সালেই ভারতকে সতর্ক করেছিল আমেরিকা। ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) তাদের বার্ষিক ‘স্পেশ্যাল ৩০১..